সেল্টা ভিগোকে হারানো রিয়াল ধরতে পারবে বার্সাকে?
দুর্দান্ত হেডে গোল করেন এদার মিলিতাও। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ০৯:০৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ০৯:০৪
সেল্টা ভিগোর বিপক্ষে শনিবার রাতের ম্যাচে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ওই জয়ে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও এবং এদার মিলিতাও।
ভিনিসিয়াসের পাস ধরে ৪২ মিনিটে গোল করেন অ্যাসেনসিও। ৪৮ মিনিটে মিলিতাওকে দিয়ে গোল করান অ্যাসেনসিও। হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। ওই জয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে রিয়ালের।
প্রিমিয়ার লিগ শিরোপার সুবাস পাচ্ছিলো আর্সেনাল। টানা তিন ম্যাচে ড্র করে এখন তাদের শিরোপা হারানোর শঙ্কা প্রকট হয়ে উঠেছে।
লা লিগায় কি এমন কিছুর সম্ভাবনা আছে? লা লিগায় শিরোপার পথে ছুটছে বার্সেলোনা। কাতালানরা রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে আট পয়েন্টে এগিয়ে আছে। তবে বার্সার সামনে আছে বড় কটা ম্যাচ।
রোববার রাত ৮টা ১৫ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এরপর লিগ টেবিলে পাঁচে থাকা রিয়াল বেটিস, আটে থাকা ওসাশুনা ও নয়ে থাকা রায়ো ভালকানোর বিপক্ষে খেলবে বার্সা। বড় ওই তিন ম্যাচে ধাক্কা খেলে শিরোপায়ও ধাক্কা লাগতে পারে বার্সার।