আইপিএল ছেড়ে ঠিক নাকি ভুল করলেন লিটন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৯:০৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৯:০৯
দীর্ঘদিন ধরেই কলকাতা নাইট রাইডার্সে বাঙালি ক্রিকেটার না থাকায় আক্ষেপ রয়েছে সমর্থকদের একাংশের। টাইগার ব্যাটার লিটন দাস দলে যোগ দেওয়ার পরে সেই আক্ষেপ খানিকটা মিটেছিল। অনেকেই ভেবেছিলেন, কেকেআরের হয়ে এবারের আইপিএল কাঁপাবেন তিনি। কিন্তু একটা ম্যাচ খেলেই আইপিএল অভিযান হয়ে শেষ হয়ে গেল লিটনের।
গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স যখন নিজ শহরে খেলতে নামবে, তার ঠিক একদিন আগে দেশে ফিরে এলেন লিটন দাস। অথচ গতকাল দুপুরেও ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছিলেন লিটন। হঠাৎই নাকি বাড়ি থেকে বার্তা আসায় দেশে ফিরতে হয় তাকে। আজ গুজরাটের বিপক্ষে ম্যাচে নাকি লিটনকে একাদশে রাখার সুযোগ ছিল। কেকেআরের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, 'পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সি থাকায় দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে।'
সময়ের হিসাবে প্রথমবারের মত আইপিএল যাত্রায় ১৯ দিন কাটিয়েছেন লিটন। দেশের হয়ে ম্যাচ থাকায় আইপিএলের শুরুর দিকে যেতে পারেননি তিনি। ৯ এপ্রিল কলকাতায় পৌঁছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় টাইগার এই ব্যাটারের। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই ৪ রানেই। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি।
আইপিএল না ছাড়লেও সেখানে বেশিদিন থাকার সুযোগ ছিল না লিটনের। কারণ পুরো আইপিএল খেলতে পারতেন না তিনি। মে মাসের শুরুর দিকেই ফিরতে হতো তাকে। কারণ আগামী ৯মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই লিটনের এনওসি ছিল ৫মে পর্যন্ত। কিন্তু পারিবারিক কারণে এপ্রিল মাসেই দেশে ফিরে যেতে হলো লিটনকে।
লিটন ফিরে আসায় আইপিএলের চলতি মৌসুমে তার আর ফেরত যাওয়ার সম্ভাবনা নেই। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার বাংলাদেশ দল উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই দলের সঙ্গেই ইংল্যান্ডের বিমান ধরবেন লিটন।
এদিকে সমর্থকদের অধিকাংশই মনে করছেন আইপিএল ছেড়ে ঠিক কাজই করেছেন লিটন দাস। কারণ ম্যাচের পর ম্যাচ বসে থাকার চেয়ে বাংলাদেশে ফিরে আসায় সাধুবাদ জানিয়েছেন সমর্থকেরা।
- বিষয় :
- আইপিএল-২০২৩
- লিটন দাস
- কলকাতা নাইট রাইডার্স