লিটনের বিদায়ের পরও নীরব কলকাতার ম্যানেজম্যান্ট
-samakal-644cee17cb501.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১০:১৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১০:৩১
লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেশে ফিরে আসার ঘোষণা শুক্রবার দুপুরে করেছিল কেকেআর। সেই ঘোষণার পর এখন পর্যন্ত লিটনকে নিয়ে চুপ কেকেআর। তাহলে কি টাইগার ব্যাটার দেশে ফিরে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছে নাইট ম্যানেজমেন্ট!
গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স যখন নিজ শহরে খেলতে নামবে, তার ঠিক একদিন আগে দেশে ফিরে এলেন লিটন দাস। অথচ গতকাল দুপুরেও ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছিলেন লিটন। হঠাৎই নাকি বাড়ি থেকে বার্তা আসায় দেশে ফিরতে হয় তাকে। আজ গুজরাটের বিপক্ষে ম্যাচে নাকি লিটনকে একাদশে রাখার সুযোগ ছিল। কেকেআরের মিডিয়া ম্যানেজার গতকাল জানিয়েছেন, 'পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সি থাকায় দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে।'
অনেকেই ভেবেছিলেন, কেকেআরের হয়ে এবারের আইপিএল কাঁপাবেন ফর্মে থাকা লিটন। কিন্তু একটা ম্যাচ খেলেই আইপিএল অভিযান হয়ে শেষ হয়ে যায় লিটনের। সময়ের হিসাবে প্রথমবারের মত আইপিএল যাত্রায় ১৯ দিন কাটিয়েছেন লিটন। দেশের হয়ে ম্যাচ থাকায় আইপিএলের শুরুর দিকে যেতে পারেননি তিনি। ৯ এপ্রিল কলকাতায় পৌঁছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় টাইগার এই ব্যাটারের। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই ৪ রানেই। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন।
দিল্লির বিরুদ্ধে কলকাতার হারের নেপথ্যে অনেকে দায়ী করেছিলেন লিটনকে। তার সমালোচনাও হয়েছিল। সেই ম্যাচের পরে অবশ্য কেকেআরের প্রথম একাদশে সুযোগ হয়নি লিটনের। সেই কারণেই লিটন চলে যাওয়ায় হয়তো কোনো ক্ষতি হচ্ছে না কেকেআরের। তাই খুব একটা বেশি কিছু ভাবছে না তারা।
আইপিএল না ছাড়লেও সেখানে বেশিদিন থাকার সুযোগ ছিল না লিটনের। কারণ পুরো আইপিএল খেলতে পারতেন না তিনি। মে মাসের শুরুর দিকেই ফিরতে হতো তাকে। কারণ আগামী ৯মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই লিটনের এনওসি ছিল ৫মে পর্যন্ত। কিন্তু পারিবারিক কারণে এপ্রিল মাসেই দেশে ফিরে যেতে হলো লিটনকে।
দলের একটি অংশ মনে করছে, যেখানে লিটনের পারফরম্যান্স নেই, খেলার সুযোগও সেভাবে নেই এবং এমনিতেই যেখানে কিছু দিন পরে তাকে দেশের হয়ে খেলার জন্য চলে যেতে হতো, সেখানে তার আগেভাগে বিদায়ে দলের বিন্দুমাত্র ক্ষতি হবে না। তাই এটা নিয়ে হাহুতাশ করার কিছু নেই। বরং দল যেখানে জয়ের মধ্যে ফিরেছে, সেখানে এ সব নেতিবাচক বিষয় থেকে দূরেই থাকতে চাইছে কেকেআর।
দলের অন্য একটি অংশ আবার মনে করছে, যেহেতু পারিবারিক সমস্যার কারণে লিটনকে দেশে ফিরতে হয়েছে এবং বিষয়টি পরিবারের কারো স্বাস্থ্য সংক্রান্ত, সেখানে তার গোপনীয়তা রক্ষা করা সবার আগে প্রয়োজন। সেই কারণেই লিটনকে নিয়ে দলের তরফ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।
- বিষয় :
- লিটন দাস
- আইপিএল-২০২৩
- কলকাতা নাইট রাইডার্স