মুম্বাইয়ে রাতুল দেবাশীষের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:২১
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ স্কুল ক্রিকেট দল। ইনিংস পরাজয় এড়াতে হলে আজ শেষ দিনে আরও ২৫২ রান করতে হবে স্বাগতিকদের।
প্রথম ইনিংসে মুম্বাইকে ১৯০ রানে গুটিয়ে দেন বাংলাদেশের কিশোররা। এর পর ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৪৪৬ রান করেন তাঁরা। বাংলাদেশ দলের রাতুল ১০৫ ও দেবাশীষ সরকার ১০১ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া রিফাত ৯২ রান করেন।
গতকাল দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ রান তুলতে ২ উইকেট হারায় মুম্বাই। স্পিনার ইমতিয়াজ শিহাব উইকেট ২টি তুলে নেন।