আরেকটি ফাইনালের অপেক্ষায় আনচেলত্তি
-samakal-645738c13584b.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৩ | ০৫:৩৬ | আপডেট: ০৭ মে ২০২৩ | ০৫:৪৯
নয় বছর পর কোপা দেলরে'র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের জয়ে দুটি গোলই করেছেন রদ্রিগো। এই জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি উন্মুখ হয়ে আছেন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে।
কোপা দেল রের জিতে রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, এখন তার ভাবনায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা। গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিতে সিটিকে হারিয়ে ফাইনালে খেলেছিল রিয়াল।
রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর গত মৌসুমে দলকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেন আনচেলত্তি। স্প্যানিশ সুপার কাপও জয় করে তার দল। তবে কোপা দেল রে'তে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে রিয়াল। এবার লা লিগার শিরোপা রিয়ালের হাতছাড়া হতে চলেছে। তবে ক্লাব বিশ্বকাপ জিতেছে তারা। লম্বা সময় পর ধরা দিল কোপা দেল রের ট্রফিও। সব মিলিয়ে দুই বছরের মধ্যে সম্ভাব্য সব শিরোপা জিততে পেরেও বেশ আনন্দিত আনচেলত্তি।
ম্যাচ শেষে তিনি বলেছেন, 'আজ আমরা উল্লেখযোগ্য কিছু জিতেছি। দুই বছরের মধ্যে সম্ভাব্য সব ট্রফি জেতা দারুণ ব্যাপার। অসাধারণ পরিবেশে আমরা ফাইনালটা খেলেছি। প্রতিপক্ষও বেশ শক্তিশালী ছিল। একটা সময় আমরা লড়াই করেছি, কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল। শুধু আজকের ম্যাচের জন্যই নয়, এই প্রতিযোগিতায় আমরা যেভাবে খেলেছি, সেটা বিবেচনায়ও এটা প্রাপ্য ছিল। আমরা ভালো দলগুলোকে হারিয়ে ট্রফি জিতেছি।'
কোপা দেল রে জিতে এখন ম্যান সিটির বিপক্ষে সেমিফাইনালকে পাখির চোখ করার কথা বলেছেন রিয়াল কোচ, 'এখন আমরা মঙ্গলবারের বড় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী হয়েই ম্যাচটি খেলতে যাব। আমি আনন্দিত এবং রোমাঞ্চিত। আমরা আরও একটি ফাইনালের খুব কাছে। সেই ফাইনাল খেলার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।'