ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

জীবনসঙ্গীর ছবি দিয়ে যা বললেন রউফ

জীবনসঙ্গীর ছবি দিয়ে যা বললেন রউফ

ছবি: ক্রিকেট টাইমস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১২:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১২:২৬

নতুন জীবন শুরু করেছেন পাকিস্তানের গতিময় পেসার হ্যারিস রউফ। গত শনিবার স্ত্রী মুনজা মাসুদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ছবিও শেয়ার করেছেন তিনি। যদিও তারা বিয়ে করেছিলেন গত বছরের ডিসেম্বরে।  

তাদের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কারণ বিয়ের সাজে দু’জন স্টেডিয়ামে প্রবেশ করে ফটোসেশন করেছেন। 

স্টেডিয়ামে রউফ ও তার স্ত্রী মুনজা। ছবি: ক্রিকেট টাইমস

ছবি পোস্ট করে রউফ ক্যাপশনে লিখেছেন, ‘এটা সবসময় তুমি।’ সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি। পাকিস্তানের ডানহাতি পেসার হ্যারিস রউফ বোঝাতে চেয়েছেন, হৃদয়ে সবসময় প্রিয়তমা মুনজা থাকবেন। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, রউফ ও মুনজা অনেকদিন ধরেই প্রেম করছিলেন। মুনজা ইসলামাবাদের ইন্টারন্যাশনাল ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে মাস মিডিয়ায় ডিগ্রী নিয়েছেন। তিনি একজন মডেল ও ইনফ্লুয়েন্সার।

বিয়ের সাজে ক্রিকেটার রউফ ও মুনজা। ছবি: ক্রিকেট টাইমস

আরও পড়ুন

×