ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

হ্যারি কেনকে ৮০ মিলিয়নেও বেচবে না টটেনহ্যাম!

হ্যারি কেনকে ৮০ মিলিয়নেও বেচবে না টটেনহ্যাম!

টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৩:৫১ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৪:২৬

নতুন চ্যালেঞ্জ নিতে চান ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেন। টটেনহ্যাম ছাড়তে চান তিনি। তাকে দলে নিতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। সেজন্য ক্লাবটি ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে। কিন্তু ইংলিশ ক্লাব টটেনহ্যাম ওই প্রস্তাব পত্যাখান করেছে। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, স্পার্সরা হ্যারি কেনকে বিক্রি করতে আগ্রহী নয়। আর বিক্রি করলেও ১০০ মিলিয়ন ইউরো বা এক হাজার ১৯০ কোটি টাকার কমে নয়। 

হ্যারি কেনকে দলে নিতে রিয়াল মাদ্রিদ আগ্রহী ছিল। কিন্তু কিলিয়ান এমবাপ্পের আশায় বিড ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। পিএসজি তাকে দলে নেওয়ার কথা ভাবলেও নেইমার-এমবাপ্পেকে নিয়ে বেশি চিন্তিত ক্লাবটি। 

ম্যানচেস্টার ইউনাইটেড অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেনে চোখ রাখছে। তবে তরুণ স্ট্রাইকার রাসমাস হোজল্যান্ড ও ভিক্টর ওসিমেনকে বেশি পছন্দ কোচ এরকি টেন হ্যাগের। এছাড়া রেড ডেলিভসদের খেলোয়াড় বিক্রি করে ফান্ড সংগ্রহ করতে হবে। 

স্পার্স কোচ এনজি পোস্তিকগলু বলেছেন, ‘হ্যারি কেন বিশ্বের সেরা একজন ফুটবলার। আমি চাই, তিনি টটেনহ্যামে থাকবেন। তাকে নিয়ে আমি এখানে সফল হতে চাই। আমি নিশ্চিত হ্যারি কেনও তেমনটি চান।’

আরও পড়ুন

×