‘অ্যাশেজ সবে শুরু’, হুঙ্কার স্টোকসের

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৭:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৭:০০
প্রথম দুই টেস্টেও জেতার সম্ভাবনা ছিল ইংল্যান্ডের। কিন্তু হেরেছে বেন স্টোকসের দল। তৃতীয় ম্যাচে আবার হেরে সিরিজ খোয়ানোর শঙ্কা ছিল। দৃঢ়তা দেখিয়ে ফল পক্ষে আনার পরে হুঙ্কার ছেড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
তিন ম্যাচের দুটিতে অস্ট্রেলিয়া, একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানোর প্রভাব বাকি দুই ম্যাচে ফেলতে পারলে সিরিজ জেতা সম্ভব। সেটাই বলেছেন স্টোকস, ‘অ্যাশেজ সবে শুরু। অবশ্যই আমরা জিতবো। এ বিষয়ে আমার নূন্যতম দ্বিধা নেই।’
স্টোকস অবশ্য স্বীকার করেছেন ম্যাচ যত ক্লোজ হচ্ছিল তার ততো নার্ভাস লাগছিল, ‘মিথ্যা বলব না, ম্যাচের শেষ দিকে আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। আমরা জানতাম, সিরিজ জয়ের আশা বাঁচাতে হলে জয় ছাড়া পথ নেই। ম্যাচের শেষ আধা ঘণ্টায় ড্রেসিংরুমে আমি প্রায় ২ কিলোমিটার পায়চারি করেছি। শেষ ২০ রানের সময় আমি খেলাই দেখিনি।’
তিন উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। স্টোকস জানিয়েছেন, জয় ছোট হলেও প্রতিদ্বন্দ্বীতার বড় লড়াই জিতেছেন তারা। সেটাই তাদের সিরিজ জয়ে অনুপ্রেরণা দেবে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জিতলাম। এটা মানসিকভাবে এগিয়ে দেবে। প্রথম দুই ম্যাচ আমাদের পক্ষে যায়নি। এবারও কাছে গিয়ে হারলে (প্রসেসে) ভরসা উঠে যেত।’