ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভারতের টেস্ট ইতিহাসে যেখানে প্রথম জয়সাওয়াল

ভারতের টেস্ট ইতিহাসে যেখানে প্রথম জয়সাওয়াল

অভিষেক টেস্টে সেঞ্চুরি উদযাপন জয়সাওয়ালে। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৬:৫০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৬:৫০

অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ভারতের তরুণ ওপেনার জশস্বী জয়সাওয়াল। দ্বিতীয় দিন শেষ করেছেন ১৪৩ রানে অপরাজিত থেকে। ইনিংসটা আরও বড় করার সুযোগ আছে তার। তবে সেঞ্চুরি করেই গড়েছেন বেশ কিছু রেকর্ড। ভারতের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে গড়েছেন অনন্য কীর্তি। 

অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতের ১৭তম ব্যাটার ২১ বছরের জয়সাওয়াল। তার আগে এই কীর্তি গড়েছেন শেখর ধাওয়ান, পৃথ্বী শ’রা। কিন্তু জয়সাওয়াল ভারতের ৯১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ওপেনার হিসেবে অ্যাওয়ে টেস্টে অভিষেকে সেঞ্চুরি করেছেন। 

এর আগে অ্যাওয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন সৌরভ গাঙ্গুলি, বিরেন্দ্র শেবাগরা। ১৯৯৬ সালে লর্ডসে সৌরভ, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শেবাগ ওই কীর্তি গড়েছেন। তার আগে ১৯৭৬ সালে অকল্যান্ডের সুরিন্দর অমরনাথ, ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকায় প্রবীণ আম্রি অভিষেকে তিন অঙ্ক ছুঁয়েছেন। তবে তাদের কেউ জয়সাওয়ালের মতো ওপেনার ছিলেন না। 

অভিষেক টেস্টে সেঞ্চুরি করে জয়সাওয়াল বলেছেন, ‘আমার জন্য এটা খুব আবেগের মুহূর্ত। ব্যাটিং উপভোগ করেছি, এখনও অপরাজিত আছি। সুতরাং চেষ্টা করবো যত সম্ভব রান বাড়িয়ে নিতে। এটা আমার ক্যারিয়ারের একেবারেই শুরু। এখন তাই কতটা ডিসিপ্লিন থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি সেটাই দেখার থাকবে।’ 

টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি আছে আট ব্যাটারের। সম্প্রতি (২০২১ সালে) ওই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স (বাংলাদেশের বিপক্ষে) এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (ইংল্যান্ডের বিপক্ষে)। তবে ভারতের কোন ক্রিকেটার অভিষেকে ডাবল হাঁকাতে পারেননি। জয়সাওয়ালের সামনে সুযোগ থাকলেও দূরত্ব এখনও অনেক।

আরও পড়ুন

×