ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নেইমারকে নিয়ে ‘দ্বিধায়’ পিএসজি

নেইমারকে নিয়ে ‘দ্বিধায়’ পিএসজি

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৭:২৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৭:২৯

লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। কিলিয়ান এমবাপ্পের এক পা প্যারিসের বাইরে। এতে করে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে দ্বিধায় পড়ে গেছে কাতারি পেট্রো ডলারে চলা ফ্রান্সের ক্লাবটি।

ইনজুরি জর্জরিত নেইমারকে চলতি গ্রীষ্মে বিক্রি করে দিতে চেয়েছিল পিএসজি। তখন তো ক্লাব কর্তৃপক্ষ ভাবেনি মেসি চলে যাবেন, এমবাপ্পেও চলে যেতে চাইবেন। ওই দু’জন চলে যাওয়ায় কোচ লুইস এনরিকেসহ পিএসজির একটি অংশ নেইমারকে ধরে রাখার পক্ষে। 

এর মধ্যে সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, নেইমারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি। তারা নেইমারের জন্য প্রস্তাব প্রস্তুত করেছে। নেইমার যদি ক্লাব ছাড়তে চান এবং পিএসজিও তাকে যেতে দিতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করবে ক্লাবটি। 

চেলসি প্রস্তাব দিলেও নেইমার তাতে সাড়া দেবেন কিনা তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। কারণ চেলসি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে না। ব্রাজিলিয়ান তারকার বিষয়ে অবশ্য খোঁজ খবর রাখছিল ইউরোপের আরও কিছু শীর্ষ পর্যায়ের ক্লাব। নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেড তার মধ্যে অন্যতম।

আরও পড়ুন

×