বুসকেটসের জায়গায় কাকে কিনছে বার্সা!

স্প্যানিশ মিডফিল্ডার অরিওল রোমেউ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৮:২৪
সের্গিও বুসকেটস ফ্রি এজেন্টে বার্সেলোনা ছেড়েছেন। ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তার জায়গা পূরণ করা নিয়ে চিন্তায় আছে কাতালান ক্লাবটি।
বুসকেটসের জায়গায় সাউদাম্পটন থেকে পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভাসকে কিনতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তিনি চলে গেছেন সৌদি আরবের ক্লাবে। ভিয়ারিয়ালে খেলা আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভান্নি লো চেলসোতে চোখ ছিল লা লিগা চ্যাম্পিয়ন দলটির।
কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। বার্সেলোনা তাই একাডেমিতে বড় হওয়া ৩১ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার অরিওল রোমেউকে কিনতে যাচ্ছে। জিরোনা থেকে তাকে কিনতে বার্সার খরচ হচ্ছে ৫ মিলিয়ন ইউরো।
বার্সা অবশ্য বুসকেটসের জায়গায় নিয়মিত খেলানোর জন্য ম্যানসিটি থেকে ফ্রি এজেন্টে জার্মান মিডফিল্ডার ইলকে গুন্ডোগানকে দলে ভিড়িয়েছে। অরিওল রোমেউরোকে বার্সা কোচ জাভি কিনছেন বিকল্প মিডফিল্ডার বিবেচনায়।
চলতি মৌসুমে বার্সা এরই মধ্যে তিনটি সাইনিং সম্পন্ন করেছে। এর মধ্যে আছেন সেন্ট্রাল ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ও স্ট্রাইকার ভিটর রকি। ব্রাজিলিয়ান তরুণ রকি দলে যোগ দেবেন আগামী জানুয়ারিতে। বার্সা নতুন লিগ মৌসুম শুরু করার আগে প্রাক মৌসুমে জুভেন্টাস, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলবে।