মেসির অন্যরকম ‘সেঞ্চুরির’ কীর্তি

মায়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৯:৪৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৯:৪৬
ইন্টার মায়ামি অভিষেকে গোল করেছেন লিওনেল মেসি। শেষ মুহূর্তের ফ্রি কিক গোলে দলকে জেতান আর্জেন্টাইন সুপারস্টার। মায়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন এই বাঁ-পায়ের জাদুকর।
হারের বৃত্তে থাকা দলকে বুধবার দুই গোল করে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষ ৪-০ গোলে জিতিয়েছেন মেসি। প্রায় এক মাসের গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে মেজর লিগ সকার। তার আগে মেসি দারুণ এক সেঞ্চুরির কীর্তি গড়েছেন।
সিনিয়র ফুটবল ক্যারিয়ারে তিনি ১০০ ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। বার্সেলোনা ও পিএসজির জার্সিতে তিনি ৯৮টি ক্লাবের বিপক্ষে গোল করেছিলেন। যুক্তরাষ্ট্রের গিয়ে মায়ামির জার্সিতে গোল করলেন দুই প্রতিপক্ষের বিপক্ষে।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ কার্লোতির বিপক্ষে। ২১ আগস্ট হোমে ওই ম্যাচ খেলবে তারা। এরপর ইউএস ওপেন কাপে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৪ আগস্ট মাঠে নামবে দলটি। এছাড়া আগামী মাসের ২৭ ও ৩১ আগস্ট ম্যাচ আছে ইন্টার মায়ামির।