মেয়েকে নিতে বাধা, খেলবেন না বিসমাহ

মেয়ে কোলে নিয়ে বিসমাহ মারুফ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১১:৪৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১১:৪৪
এশিয়ান গেমসের দলীয় ইভেন্টে খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ কতজনকে নেওয়া যাবে তা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত কাউকেই সেখানে নেওয়ার বিধি নেই। এমনকি শিশু সন্তানও নয়। সেজন্য এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে পাকিস্তান দল থেকে নাম প্রত্যাহার করেছেন বিসমাহ মারুফ।
শিশু সন্তানকে রেখে এশিয়ান গেমসে অংশ নেবেন না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়ে দিয়েছেন তিনি। পিসিবিও বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে তার সিদ্ধান্ত মেনে নিয়েছে।
পিসিবির নারী শাখার প্রধান তানিয়া মালিক বিষয়টি নিয়ে বলেছেন, ‘এশিয়ান গেমসে আমরা বিসমাহকে পাচ্ছি না। যা অত্যন্ত দুর্ভাগ্যের। মেয়েকে নিয়ে সে গেমসের ভিলেজে যেতে পারবে না। ওই কারণেই এশিয়ান গেমসে যাবে না সে।’
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার ফাতেমা নাসিম। ধর্মীয় কারণে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি। নিয়মিত দলের দু’জনকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা।