ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ম্যাচ হেরেও জরিমানা গুনল ভারত

ম্যাচ হেরেও জরিমানা গুনল ভারত

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৪:২৫

পাঁচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর আরেকটি দুঃসংবাদ শুনতে হল হার্দিক পান্ডিয়াদের। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে তাদেরকে। একই কারণে শাস্তি পেতে হচ্ছে স্বাগতিকদেরও।

নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করায় ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ এবং দুই ওভার পিছিয়ে থাকায় উইন্ডিজের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ লঙ্ঘন করেছে দুই দল। তাই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি প্রদান করেন। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ৬ আগস্ট।

whatsapp follow image

আরও পড়ুন

×