ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য রক্ত চাইলেন রুবেল

চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য রক্ত চাইলেন রুবেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:০৯

'এই মুহূর্তে যারা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজারের অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। নয়তো, পারলে এই বার্তাটি ছড়িয়ে দিন সবার মাঝে....।'

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন। ওয়ানডে সিরিজ খেলে তাদের দেশে ফেরার কথা বৃহস্পতিবার। সেখানে থেকেই চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোক জানালেন রুবেল হোসেন। এছাড়া যারা আহত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। 

এর আগের পোস্টে শোক জানিয়ে তিনি খেলেন, 'আল্লাহ চকবাজারে যেন আর মৃতের সংখ্যা না বাড়ে। ভয়াবহ এই অগ্নিকান্ডে যারা মারা গিয়েছেন মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন...। হে আল্লাহ আপনি নিহতদের পরিবারেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।'

এছাড়া বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল ফেসবুকে অগ্নিকান্ডে নিহত-আহতের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, 'চকবাজারের ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করুণ। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দিন।'

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার ওই অগ্নিকাণ্ড নিয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

আরও পড়ুন

×