আহ! কী ক্যাচ!
অনলাইন ডেস্ক
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মুখ থেকেও বিস্ময়সূচক কোনো না কোনো শব্দ বের হয়ে আসবে। আলোচনায় এখন বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের বাইরেও ক্রিকেট চলছে। ইংল্যান্ড সফরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নারীরা। তবে অন্য কিছু নিয়ে ভাববার সময় ক্রিকেটপ্রেমীদের নেই।
তবে ক্রিকেটপ্রেমীদের ভাবতে বাধ্য করেছেন ইলিশ নারী ক্রিকেটার ফ্রান উইলসন। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি।
ইংল্যান্ড সফরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। গেইল-রাসেলদের মতো স্টাফানি টেলরের দলও ইংল্যান্ডের বিপক্ষে ধুঁকছে। ক্যারিবীয় নারীরা হেরেছে টানা তিনটি ওয়ানডেতেই। শেষ ওয়ানডেতে ক্যারিবীয় দলটি হেরেছে ১৩৫ রানে।
প্রথমে ব্যাটিং করে এমি এলেন জোন্স ও সারা টেলরের ব্যাটে ২৫৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১৩১ রানে অলআউট হয় ক্যারিবীয় নারীরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সেটা দ্বিতীয় ওভারের শেষ বল। কেট ক্রসের বলটা ঠিকভাবেই এসেছিল হেইলি ম্যাথুসের ব্যাটে। সজোরে ড্রাইভ করেছিলেন ক্যারিবীয় ওপেনার। এরপর যেটা হলো সেটা রীতিমতো বিস্ময়ের। কভারে উড়ে অসাধারণ এক ক্যাচ নেন ফ্রান উইলসন। নিজের বাম দিকে শরীরটা বাতাসে ভাসিয়ে ক্যাচটা তালুবন্দী করেন তিনি।
জন্টি রোডস, যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নূারদের নেওয়া ক্যাচ তো অনেক দেখেছেন! এমন ক্যাচ দেখেছেন কখনো!
What ... a ... catch! ???? Incredible! Take a bow @fwilson07 ????
— England Cricket (@englandcricket) June 13, 2019
Match centre ➡️ https://t.co/MPDjk3IgJ6 #ENGvWI pic.twitter.com/03H8AsJ4Zl