ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে অনুশীলনে তামিম
-samakal-64e1e493ee8bd.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১০:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১০:০১
চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন তামিম। অপেক্ষায় ছিলেন ব্যাটিং অনুশীলনের। দেড় মাস পর এবার মিরপুরে ব্যাট হাতে নামলেন সাবেক এই অধিনায়ক।
দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। শুরুতে মেডিকেল বিভাগে গিয়ে হয় সবকিছুর রিভিউ। এরপর জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার আড়াইটার দিকে ব্যাট-প্যাড পরে আসেন একাডেমি মাঠে। এখানে ১৫ মিনিটের মতো ব্যাটিং করেন তামিম। তামিমকে নেটের পেছন থেকে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই ফিজিও কিরন থমস ও বায়েজিদ ইসলাম। কিছুদিন আগে থেকে কাজ শুরু করেছেন সাবেক ফিজিও জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত কিরন।
ব্যাটিংয়ের সময় স্বাচ্ছন্দ্যই দেখা গেছে তামিমকে। ব্যাটিং করেছেন একই থ্রোয়ারের বলে। প্রথম দিকে থ্রোয়ার ধীরগতিতে বল ছুড়লেও পরে গতি বাড়ান। তামিমও রক্ষণাত্মক থেকে আক্রমণাত্নক ভঙ্গিতে খেলেন। ফেরার পথে তামিম কথা বলেন কিরনের সঙ্গে। তাকে সঙ্গে নিয়েই যান মূল মাঠের দিকে।
পিঠের নিচের অংশের ব্যাথা মুক্তির জন্য গত জুলাইয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে লাম্বার ফোর ও ফাইভে দুটি ইনজেকশন নিয়ে ব্যথা দমিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে।