ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ওগলার যে দুর্দান্ত গোলে চ্যাম্পিয়ন স্পেন

ওগলার যে দুর্দান্ত গোলে চ্যাম্পিয়ন স্পেন

ফাইনালে গোল করা স্প্যানিশ তরুণী ওলগার ‍উদযাপন। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১২:৫৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১২:৫৭

প্রথমবার মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে স্পেন। দেশকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী একজন ডিফেন্ডার। 

রোববার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ২৯ মিনিটে গোল করেন ওলগা কারমনা। ওই গোলেই চ্যাম্পিয়ন হয়েছে লা রোজিরা। 

শুধু ফাইনালে নয় ওলগা গোল করেছেন আসরের সেমিফাইনাল ম্যাচে সুইডেনের বিপক্ষেও। অথচ রিয়াল মাদ্রিদের এই তারকা খেলেন রাইট ব্যাক পজিশনে। 

তার বাঁ-পায়ের দুর্দান্ত শটেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মাঝ মাঠ থেকে ইংল্যান্ডের পায়ে থাকা বল দখল করে স্পেন। মাঝ মাঠ থেকে তা পাঠানো হয় রাইট উইঙ্গে। সেখানে মারিওনা কালদেন্তে বল নিয়ে সামান্য এগিয়ে যান। 

স্পেনের বিশ্বকাপ উদযাপন। ছবি: এএফপি

পেছন থেকে দুর্দান্ত গতিতে ইংল্যান্ডের বক্সের মুখে ঢুকে পড়েন ওলগা। বক্সের ঠিক কোনা থেকে বাঁ-পায়ের জোরালো শট নেন এই ব্লাঙ্কোস তরুণী। তার শটের গতির কাছে পরাস্ত হন ইংলিশ গোলরক্ষক। বল চলে যায় জালে। উল্লাসে ভাসে স্পেন। যে উল্লাস শেষ পর্যন্ত স্থায়ীও হয়েছে দলটির।

আরও পড়ুন

×