- খেলা
- মিডিয়া কাপ ফুটবলে রানার্স আপ সমকাল
মিডিয়া কাপ ফুটবলে রানার্স আপ সমকাল

মিডিয়া কাপ ফুটবলে রানার্স আপ হয় দৈনিক সমকাল। ছবি: সমকাল
কুল-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) মিডিয়া কাপ ফুটবলে রানার্স আপ হয়েছে সমকাল। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে সেমিফাইনালে টাইব্রেকারে হারে সমকাল। দুই অর্ধে নির্ধারিত ৩০ মিনিটের খেলায় ঢাকা ট্রিবিউনের সঙ্গে গোল শূন্য সমতা করে সমকাল। টাইব্রেকারে হারে ৫-৪ ব্যবধানে।
এর আগে শনিবার সকালে সমকাল ও চ্যানেল আই এবং ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউনের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যানেল আইকে হারিয়ে সমকাল ফাইনালে উঠে। অন্য ম্যাচে ঢাকা ট্রিবিউনের কাছে হেরে ডেইলি স্টার সেমিফাইনালে ছিটকে যায়। ফাইনালে দু'দল দারুণ ফুটবল উপহার দেয়। সমকাল গোল হওয়ার মতো বেশ কিছু আক্রমণ করে। কিন্তু বল জালে পাঠাতে পারেনি। এরপর টাইব্রেকারে পাঁচটি শটই জালে পাঠায় ঢাকা ট্রিবিউন। সমকাল একটি শট মিস করে শিরোপা হারায়।
মিডিয়া কাপ ফুটবলের চতুর্থ দিন (শুক্রবার) বৈশাখী টেলিভিশনকে হারিয়ে সেমিফাইনালে ওঠে সমকাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকায় টাইব্রেকারে গড়ায়। ওই ম্যাচে সমকাল গোলরক্ষক আফজাল দুর্দান্ত দুটি সেভ করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালেও চ্যানেল আইয়ের বিপক্ষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ওই ম্যাচেও সমকাল গোলরক্ষক ভালো করেন। চ্যানেল আই মিস করে দুটি শট। অন্যদিকে চারটি শট জালে জড়িয়ে ফাইনালে উঠে যায় সমকাল।
মন্তব্য করুন