ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

তামিম-নাঈমের পর সাজঘরে সাকিব, বিপদে বাংলাদেশ

তামিম-নাঈমের পর সাজঘরে সাকিব, বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০৯:৪৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১০:৩৫

দুই ওপেনারকে হারানোর পর সাকিবকেও হারাল বাংলাদেশ। মাতিশা পাতিরানার বাউন্স বলে সাকিবের ব্যাটে আউটসাইড-এজে ক্যাচ ধরেন কুশল মেন্ডিস। এতে ১১ ওভারেই তৃতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশ ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন তাওহিদ হৃদয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি ভুল লাইনে খেলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ। দুই বল খেলে 'ডাক' সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এরপর সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার।

নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পাওয়া সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটিং উপযোগী উইকেটে বড় রান করার আশার কথা জানান তিনি। বাংলাদেশ একাদশে আছেন শেখ মাহেদী হাসান। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

whatsapp follow image

আরও পড়ুন

×