ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে কারা?

ভারত-পাকিস্তান লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে কারা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০১

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! প্রায় চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এবারের লড়াইটা এশিয়ার শ্রেষ্ঠত্যের। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটিকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।

১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপে এখনো পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ওয়ানডে সংস্করণে ১৩ ম্যাচ ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে হয়েছে। দুবাইয়ে সর্বশেষ লড়াইয়ে পাকিস্তান জিতলেও পরিসংখ্যানে দাপট ভারতের। সর্বশেষ ৫ ম্যাচে ৪ জয় পাওয়া ভারত যেন মানসিকভাবেই প্রতিদ্বন্দ্বিতায় খানিকটা এগিয়ে থাকে।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের এই মুখোমুখি দ্বৈরথে বেশ এগিয়ে আছে সবুজ জার্সিধারীরা। ১৩২ ম্যাচের ৭৩টি জিতেছে পাকিস্তান। ৫৫টি ম্যাচে জিতেছে ভারত। ৪টি ম্যাচে কোনও ফলাফল আসেনি।

এশিয়া কাপের ম্যাচের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামেও দুই দলের লড়াইয়ে এগিয়ে ভারত। এই মাঠে ওয়ানডেতে ৩ ম্যাচ খেলে ৩টি ম্যাচেই জিতেছে ভারত। এখানে ঠিক উল্টো রেকর্ড পাকিস্তানের। এই মাঠে ৫টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ২ হার বাবর আজমের দলের।

পারফরম্যান্স বিবেচনায় শক্তিমত্তায় পিছিয়ে নেই কোনো দলই। ব্যাটিং লাইনআপের পাশাপাশি বোলিংয়ে বেশ শক্তিশালী পাকিস্তান। বাবর আজম, ইমাম উল হক ও ইফতিখার আহমেদদের সামনে ভুগতে হতে পারে ভারতীয় বোলারদের। বল হাতে রোহিত, কোহলিদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।

অন্যদিকে অভিজ্ঞ রোহিত শর্মার অধীনে ভারতও ভালো অবস্থায় থাকবে। লম্বা ব্যাটিং লাইনআপের পাশাপাশি বোলিংয়েও শক্ত অবস্থান ভারতের। বিরাট কোহলি, শুভমন গিল আছেন। সেইসঙ্গে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারদের অভিজ্ঞতা ভারতকে আত্মবিশ্বাস জোগাবে।

আরও পড়ুন

×