করোনায় আক্রান্ত হয়েছিলেন, ধারণা ডি ব্রুইনির

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০১:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ম্যানচেস্টার সিটির বেলজিয়াম ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনি মনে করছেন, তার এবং তার পরিবারের কয়েক জনের দেহে করোনাভাইরাস ডানা বেধেছিল। তারা এক সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। কিন্তু করোনা কি-না বুঝতে পারেননি। তাই পরীক্ষাও করানো হয়নি।
তবে ওই অসুস্থতার উপসর্গ করোনার সঙ্গে মিলে যাওয়ায় ব্রুইনি ধারণা করছেন তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি এবং তার পরিবারের সদ্যসরা এখন সুস্থ আছেন।
করোনায় থাবা যুক্তরাজ্যে হানা দেওয়ার পর তা ইংলিশ প্রিমিয়ার লিগেও ছড়িয়ে পড়ে। এরপর লন্ডনে থাকা অন্যান্য লোকজনের মতো হোম কোয়ারেন্টাইনে চলে যেতে হয় ডি ব্রুইনি ও তার পরিবারের। এরপর থেকেই শারীরিক দূরত্ব বজায় রেখে চলছেন তারা।
ডি ব্রুইনি স্কাই স্পোর্টসকে বলেন, ‘লকডাউনের শুরুতে আমার পরিবারের কয়েকজন আট-নয়দিন অসুস্থ ছিল। প্রথমে আমার ছোট বাচ্চাটা অসুস্থ হয়। এরপর আমার বড় ছেলে অসুস্থতা অনুভব করে। আমার স্ত্রীও এরপর অসুস্থ হয়ে পগে। কিন্তু আমরা জানি না আমাদের ওই অসুস্থতা করোনা কি-না।’
তার পরিবারের সবাই এখন সুস্থ আছেন জানিয়ে ব্রুইনি বলেন, ‘আমরা ওই অসুস্থতা থেকে মুক্তি পেয়েছি। গত দুই-তিন সপ্তাহ আমরা সবাই ভালো আছি। আমরা অসুস্থার সময় একটা রুটিন অনুসরণ করেছিলাম। যার কারণে সুস্থ হতে পেরেছি।’
পরিবারের সদস্যদের অসুস্থতার বাইরে অনুশীলন করতে না পারায় চিন্তায় পড়ে গিয়েছিলেন বলেও উল্লেখ করেন রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলকে সেমিফাইনালে তোলা ডি ব্রুইনি, ‘প্রথম দুই সপ্তাহ খুবই চিন্তায় ছিলাম। বুঝতে পারছিলাম না কী করবো। পরে বাসায় একটা ট্রেডমিল এনে ফিটনেস নিয়ে কাজ শুরু করি। এছাড়া বাসার সঙ্গে সুইমিং পুল থাকাটা খুবই কাজে দিয়েছে।’