রক্ষণে পারফেক্ট পর্তুগাল
-samakal-65056129079cf.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০২
রবার্তো মার্টিনেজের টেকো মাথায় এত এত কৌশল! মিনিটের মধ্যে সেগুলো এক করে আবার আলাদা করতেও সমস্যা হয় না তাঁর। দীর্ঘদিন বেলজিয়ামের কোচের দায়িত্বে ছিলেন তিনি। পর্তুগালে নাম লেখানোর পর বদলাতে শুরু করেছে দলটি। এরই মধ্যে ডিফেন্সে দেখিয়েছিল খেল। রক্ষণ দেয়াল সামলাতে তাঁর হাতে আছে আটজন সেনানী।
এতদিন যে কাজটা পুরোপুরি করতে পারেননি সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। তার ষোলোআনা উসুল করা শুরু করেছেন এই স্প্যানিশ বস। এরই মধ্যে তাঁর অধীনে ছয়টি ম্যাচ খেলেছে পর্তুগাল। যেখানে হার দূরে থাক একটি গোলও হজম করেনি তারা। উল্টো প্রতিপক্ষকে হতাশ করে একের পর এক গোল উদযাপন করেছেন তাঁর ছাত্ররা। সব মিলিয়ে ৬ ম্যাচে ২৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে। বিপরীতে কেউ রক্ষণই ভাঙতে পারল না। এ জন্য অবশ্য রক্ষণভাগকেই পুরো ক্রেডিট দেওয়া যায় না। কারণ গোলকিপারের কাজটাও ছিল অনেকখানি; যাও দু-চারটা বল রক্ষণভাগ ফাঁকি দিয়েছে, সেগুলোও আটকা পড়ে গোলকিপারের গ্লাভসে।
৩-৪-২-১ ফরমেশনকে গুরুত্ব দিয়ে একাদশ সাজান মার্টিনেজ। তবে রক্ষণে লেফট রাইটব্যাক একজন করে রাখার পাশাপাশি দু’জন সেন্টারব্যাকও রাখতে দেখা যায় তাঁকে। সে ক্ষেত্রে মার্টিনেজের চিন্তারও কারণ থাকে না। তাঁর হাতে যে একাধিক ডিফেন্ডার রয়েছেন। সেন্টারব্যাকে চারজন দারুণ খেলোয়াড় আছেন, যারা কিনা ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছেন। এরপর লেফটব্যাক এবং রাইটব্যাকেও একের অধিক খেলোয়াড় আছেন তাঁর হাতে। তারাও খেলছেন ইউরোপের নামিদামি ক্লাবে। আর এই আটজন থেকে চারজনকে রক্ষণ দেয়ালে দাঁড় করিয়ে দিলে প্রতিপক্ষের আক্রমণভাগের খুব একটা কিছু করার থাকে না। যার পূর্ণ ব্যবহার বর্তমান কোচ মার্টিনেজ করছেন।
বিশেষ করে সেন্টারব্যাকে ম্যানচেস্টার সিটিতে খেলা অভিজ্ঞ রুবেন দিয়াসকে নিয়মিত দেখা যায় পর্তুগালের ডিফেন্স লাইনে। ইউরো বাছাইয়ে তিনিই ছিলেন মার্টিনেজের মূল অস্ত্র। দুই উইং দিয়ে আক্রমণ ঠেকাতে লেফটব্যাকে কখনও নুনো মেন্ডেস, কখনও রাফায়েল গুয়েরেইরোকে কাজে লাগান মার্টিনেজ। আর রাইটব্যাকে জোয়াও কানসেলো কিংবা দিওগো দালতকে দেখা যায়। সব মিলিয়ে সলিড একটা ডিফেন্স লাইন তৈরি করছেন মার্টিনেজ। তাঁর টার্গেট এ বছর জার্মানির ইউরোতে অন্যদের চমকে দেওয়া। সেই সঙ্গে দলের পারফরম্যান্স খুব একটা মন্দ না হলে ২০২৬ বিশ্বকাপের জন্য টেকসই একটা রক্ষণভাগ গড়ে তোলা।
- বিষয় :
- ফার্নান্দো সান্তোস
- পর্তুগাল