রোনালদো ম্যাজিকে আল নাসরের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫১
দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে মাতাচ্ছেন সৌদি প্রো লিগ। একের পর এক ম্যাচে গোলের দেখা পাচ্ছেন এই পর্তুগিজ উইঙ্গার। তার ম্যাজিকে আল তাইকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই নিয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতলো আল নাসর।
শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে আল নাসের। ৩২ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। রোনালদোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন অ্যান্ডারসন তালিস্কা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই।
৭৯ মিনিটে সে গোলটার শোধ দেয় আল তাই। স্কোরশিটে নাম তুলেন ভার্জিল মিসিজান। এই গোলটার মাধ্যমে পয়েন্ট ভাগের স্বপ্ন দেখছিল দলটি। তবে এই সমতা বেশিক্ষণ থাকেনি। আল তাইয়ির সব স্বপ্ন শেষ করে দেন রোনালদো। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে স্পট কিক থেকে জালে বল জড়ান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাতেই শেষ হাসি হাসে আল নাসর। সৌদি প্রো লিগে এ মৌসুমে এটা ৭ ম্যাচে তার ১০ নম্বর গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল।
এই জয়ের পর ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে নাসর। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে আল ইত্তিহাদ। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল তাই।
- বিষয় :
- আল নাসর
- সৌদি প্রো লিগ
- ক্রিশ্চিয়ানো রোনালদো