ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, হ্যাংঝু (চীন) থেকে

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৯:৫৭

গতকাল দুর্বল জাপানের বিপক্ষে জিতলেও আজ ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশে হেরেছে ৫৫-১৮ পয়েন্টে। 

প্রথমার্ধেই বাংলাদেশ ২৪-৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। ম্যাচে চারটি লোনা আদায় করে ভারত। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ মাত্র ৯ টি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়। 

আগামীকাল চায়নিজ তাইপের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচ জিতলে অন্তত সেমিফাইনালে খেলার আশা জিইয়ে থাকবে। পাঁচ দলের মধ্যে গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ।

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন কাবাডি। ১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত ধারাবাহিক পদক এসেছে কাবাডি থেকে। ১৯৯০ ও ৯৪ সালে রৌপ্য জয়ের পর ১৯৯৮ ব্যাংকক এশিয়াড থেকে ২০০৬ দোহা এশিয়াডে পুরুষ কাবাডি দল ব্রোঞ্জ জিতেছে। ২০১০ ও ১৪ সালে নারী দল ব্রোঞ্জ জিতেছিল। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে নারী-পুরুষ উভয় দলই ব্যর্থ হয়েছে। এবার নারী দল ইতোমধ্যে পদক হাতছাড়া করেছে। পুরুষরা পদক পুনরুদ্ধারের জন্য লড়ছে।

আরও পড়ুন

×