নেইমারের প্রথম গোলে আল হিলালের বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ০৬:৫২ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০৬:৫২
অবশেষে আল-হিলালের হয়ে নিজের গোলের খাতা খুললেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। ফলে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার দল ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে। এএফসি চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এটি নেইমারদের প্রথম জয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।
তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই ক্লাবই ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৩৮ মিনিটে ঘটে যাওয়া এক সংঘাতের ফলে একসঙ্গে লাল কার্ড দেখেন ইরানি ক্লাবের ফুটবলার আমির হাউজমান্দ এবং আল হিলালের ফুটবলার সালমান আল ফারাজ।
ম্যাচের ১৮ মিনিটে প্রথমে আল হিলালকে এগিয়ে দেন আলেকজান্ডার মিত্রোভিক। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধে দাপট ধরে রাখে সৌদি ক্লাবটি। সেই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে আল হিলালের স্কোর দ্বিগুণ করেন নেইমার। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে আল-হিলালের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন সালেহ আল-শেহরি।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে আল-হিলাল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নাভবাহোর।
- বিষয় :
- আল হিলাল
- সৌদি প্রো লিগ
- নেইমার জুনিয়র