- খেলা
- বিপ টেস্টে ফেল রাজ্জাক-তুষাররা
বিপ টেস্টে ফেল রাজ্জাক-তুষাররা

ছবি: ফাইল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গত বছরের শেষ থেকে ফিটনেসের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিপ টেস্টে ১১ স্কোর বেধে দেওয়া হয়েছে। তবে বিসিএলের জন্য দেওয়া ওই বিপ টেস্টে পাস করতে পারেননি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার।
নতুন বছরে বিসিএল পর্বের জন্য রোববার ১৪২ ক্রিকেটারের বিপ টেস্ট নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই বিপ টেস্ট দিয়ে অসুস্থ থেকে ফেরা মোশাররফ হোসেন পান সবচেয়ে কম ৭.৬ স্কোর। জাতীয় লিগে সর্বোচ্চ রান করা তুষার ইমরান করেন ৯.৮ স্কোর।
এছাড়া আব্দুর রাজ্জাক ১০.১, নাঈম ইসলাম ১০.৫ এবং শাহরিয়ার নাফিস পুরোপুরি ১১ স্কোর তোলেন। আশরাফুল ইসলাম ম্যাজিক সংখ্যা ১১.১১ স্কোর তোলেন। বিপ টেস্টে সবচেয়ে বেশি স্কোর তোলেন তরুণ পেসার রুয়েল মিয়া এবং উইকেটরক্ষক মাহিদুল ইসলাম। বিসিএলে ২৬ রানে ৮ উইকেট নেওয়া রুয়েল ১৩.২ স্কোর তোলেন। মাহিদুলও একই স্কোর পান।
আগামী ৩১ জানুয়ারি থেকে বিসিএল পর্ব শুরু হবে। এবারের আসর হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক। সোমবার প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল। প্রতি দল আগের পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে পারবে।
মন্তব্য করুন