দারুণ কিছু তরুণ স্ট্রাইকার পেয়েছে ব্রাজিল। রির্চালিসন আন্দ্রেদা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল মার্টিনেল, ফিরমিনোরা ক্লাব ফুটবলে আলো কাড়ছেন। ব্রাজিলের হয়ে ফিরমিনো-জেসুসরা ভালো করছেন।

কিন্তু তাদের কাউকে সর্বকালের সেরা ব্রাজিল স্ট্রাইকার রোনালদোর সঙ্গে সেভাবে তুলনা টানা হয়নি। তবে সাবেক ব্রাজিল তারকা রোনালদিনহো মনে করছেন আর্সেনালের ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল হয়ে উঠতে পারেন রোনালদো। সাবেক এই বার্সা তারকা মার্টিনেলের মধ্যে রোনালদোর ছায়া দেখেন।

রোনালদিনহো বলেন, 'আমরা ব্রাজিলিয়ানরা তার প্রতিভা এবং দারুণ ভবিষ্যতের কথা ভেবে উচ্ছ্বসিত। তার মেধার তারিফ করতে হয়। তার মধ্যে আরও একটি ব্যাপার আছে। মার্টিনেল সাহসী। এই বয়সেই সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে দারুণ সাহস দেখাচ্ছে সে।'

গ্যাব্রিয়েল চলতি মৌসুমে ইংলিশ লিগের দল আর্সেনালে এসেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। চেলসির বিপক্ষে ম্যাচে ৬৫ গজ দৌড়ে দুর্দান্ত এক গোল করে নতুন করে আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান। তার দিকে এরই মধ্যে অনেক জায়ান্ট ক্লাব চোখ রাখছে। ওদিকে আর্সেনাল কোচ আরতেটা তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন।

রোনালদিনহো এই তরুণকে নিয়ে বলেন, 'সে আমাকে রোনালদোর কথা মনে করিয়ে দিচ্ছে। ১৮ বছর বয়সে রোনালদো ইউরোপে এসে প্রথম মৌসুমেই ৩০ গোল করেন। মানুষ ভাবতে বাধ্য হয়েছিল, কে এই ১৮ বছরের ব্রাজিলিয়ান? রোনালদোর দুর্দান্ত গতি ছিল। বলের পিছনে ছুটতেন তিনি। যে দলের বিপক্ষেই খেলুক তার কোন ভয় ছিল না। মার্টিনেলের মধ্যেও আমি এটা দেখতে পাই।'

তরুণ এই ব্রাজিলিয়ানের ভবিষ্যত নিয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদিনহো বলেন, 'তাকে গোলের চেষ্টা চালিয়ে যেতে হবে। রোনালদো বিশ্বের সেরা ফুটবলার হয়েছেন। মার্টিনেলের লক্ষ্যও সেটাই হওয়া উচিত। আমি মনে করি, ব্রাজিলের হয়ে অভিষেক হওয়ার খুব কাছে তিনি।'

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনহো মনে করেন, ব্রাজিল দলে ডাক পেতে মার্টিনেলের বয়স বাধা হবে না। তার মতে, 'ঐতিহাসিকভাবে জাতীয় দলে সুযোগ দিতে ব্রাজিল কখনও বয়সের দিকে তাকায় না। রোনালদো ১৭ বছর বয়সে জাতীয় দলে খেলেছেন। নেইমার-জেসুসরাও কম বয়সে ডাক পেয়েছে। আমি মনে করি মার্টিনেলেরও সেই প্রতিভা আছে।'