বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে আঘাত পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি। তার বাম হাতে পড়েছে ১৪টি সেলাই।

ঢাকার টিম ম্যানেজার আহসানউল্লাহ হাসান ম্যাচ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

খুলনার ইনিংসের ১১তম ওভারে মেহেদী হাসানের ফ্লাইটেড ডেলিভারিতে সজোরে হাঁকিয়েছিলেন রাইলি রুশো। ত্রিশ গজ বৃত্তের ভেতর এক্সট্রা কভার দাঁড়ানো মাশরাফি তার বাম দিকে ঝাঁপিয়ে পড়েন সেই ক্যাচটি লুফে নিতে চেষ্টা করেন। কিন্তু বলের গতি রোধ ব্যতীত আর কিছু করতে পারেননি তিনি।

কিন্তু এটি করার পথে নিজের বাম হাতের তালুতে আঘাত পান মাশরাফি। মাঠের মধ্যেই ঝরতে থাকে রক্ত। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে থেকে হাসপাতালে নিয়ে নিয়ে দেওয়া হয়েছে ১৪টি সেলাই।

সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন। শুধু সেই ম্যাচেই নয় সম্ভবত এ টুর্নামেন্টে মাশরাফি আর খেলতে পারবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।