- খেলা
- বার্সাকে আজই সিদ্ধান্ত জানাবেন জাভি!
বার্সাকে আজই সিদ্ধান্ত জানাবেন জাভি!

ছবি: মার্কা
বার্সেলোনা তাদের কোচ এরনেস্তো ভালভার্দের ওপর ভরসা হারিয়েছে। তার অধীনে বার্সা লা লিগায় ভালো খেলছে। লিগ শিরোপা জিতছে। চলতি মৌসুমের শুরুটা খারাপ করলেও রিয়ালের সঙ্গে পয়েন্ট টেবিলে দারুণ প্রতিযোগিতা করছে। কিন্তু অন্য প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ সময়ে হারছে।
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থেকেও লিভারপুলের কাছে সেমিতে হারে বার্সা। তার আগের মৌসুমে শেষ আটে রোমার বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেয় তারা। সর্বশেষ সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে শেষ পাঁচ মিনিটের ভুলে অ্যাথলেটিকোর বিপক্ষে হেরেছে কাতালানরা। বার্সা তাই এবার নতুন কোচের খোঁজে নেমেছে।
তাদের কোচের তালিকায় সবার ওপরে আছেন জাভি হার্নান্দেজ। কাতারের ক্লাব আল সাদে বর্তমানে কোচিং করাচ্ছেন জাভি। তার সঙ্গে দায়িত্ব নেওয়া নিয়ে আলাপ করতে এরই মধ্যে কাতারে অবস্থান করছেন বার্সার দুই কর্মকর্তা। তারা জাভির সিদ্ধান্ত না শুনে আসবেন না বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।
ওদিকে আল সাদ কতৃপক্ষ স্বীকার করেছে জাভির সঙ্গে বার্সেলোনা আলোচনা করছে। এখন তাই সব নির্ভর করছে সাবেক বার্সার এই মিডফিল্ডারের সিদ্ধান্তের ওপর। তিনি অবশ্য জানিয়েছেন, বার্সার ডাগআউটে দাঁড়ানো তার স্বপ্ন। কিন্তু এখন তার পূর্ণ মনোযোগ আল সাদের হয়ে লিগ কাপ জয়ের দিকে।
বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি এরিক আবিদাল এবং এক কর্মকর্তা জাভির সঙ্গে আলোচনা করতে শুক্রবার কাতারে যান। তারা ভাঙা মৌসুমেই ভালভার্দের জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য বলেন জাভিকে। তবে মার্কার খবর অনুযায়ী, চলতি মৌসুম ভালভার্দের অধীনেই শেষ করবে বার্সা। পরের মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে বার্সার দায়িত্ব নেবেন জাভি। এই প্রস্তাবে জাভি রোববার পর্যন্ত সময় নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মন্তব্য করুন