- খেলা
- নয় ফাইনালে দশ শিরোপার হাতছানি জিদানের
নয় ফাইনালে দশ শিরোপার হাতছানি জিদানের

ছবি: মার্কা
সুপার কোপার ফাইনালে ক্লাসিকোর সাক্ষী হতে চেয়েছিল সৌদি আরবের ফুটবলপ্রেমীরা। কিন্তু জেদ্দা কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে দেখা যাবে মাদ্রিদ ডার্বি। আর ম্যাচ মাঠে গড়ানোর আগেই ফলাফল জেনে গেছেন ভক্তরা।
ফাইনালে যে জিনেদিন জিদানের হারের নজির নেই! এর আগের নয় ফাইনালের নয়টিতেই জিতেছেন জিদান। এসব অবশ্য কুসংস্কার। আর কুসংস্কারে পাত্তা দিতে রাজি নন অ্যাথলেটিকো বস ডিয়াগো সিমিওনে। জিদানকে ফাইনালে পরাজয়ের স্বাদ দিতে উন্মুখ হয়ে আছেন তিনি।
২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর জিদানের অধীনে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে তিনবারই শিরোপা জিতেছে রিয়াল। দু'বার ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল জিতেছেন তিনি। দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও দু'বার জিতিয়েছেন। সঙ্গে একটি লা লিগার শিরোপা ঘরে তুলেছেন এই ফ্রান্সম্যান।
তিনি দায়িত্ব ছাড়ার পর রিয়াল কোনো শিরোপাই জিততে পারেনি। বেশ কঠিন সময়েই পড়ে গিয়েছিল রিয়াল। সে কঠিন সময় কাটিয়ে আবার সুদিন ফিরিয়ে আনার জন্যই দ্বিতীয় দফায় জিদানকে কোচ করে আনা।
জিদান অবশ্য এসব ভেবে নিজের ওপর কোনো চাপ নিতে চাইছেন না, 'আরও একটি ফাইনালে খেলতে পারব বলে ভীষণ ভালো লাগছে। অবশ্য এই ম্যাচটার জন্যই আমরা এখানে এসেছি। এখন ফাইনালটা জিততে চাই।'
ভাগ্যের আলোচনা হলেও বেশ ছন্দে থেকেই ফাইনাল খেলতে নামবে রিয়াল। সেমিতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার আগে তারা গত ছয় ম্যাচ অপরাজিত। সেমি থেকে বার্সার ছিটকে যাওয়াটাও অনুপ্রেরণা জোগাতে পারে রিয়াল শিবিরকে।
তবে অ্যাথলেটিকো কোচ সিমিওনে ভীত নন। তার মতে, 'ক্লাবের জন্য সেমিতে জেতাটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের সেরা আক্রমণাত্মক দলকে হারিয়েছি। এটা আমাদের আত্মবিশ্বাসী করেছে। দলের ফুটবলাররা যখন সেরাটা দিয়ে খেলে আমি কোন দলকে আর ভয় পায় না।'
মন্তব্য করুন