- খেলা
- মাশরাফি কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না: পাপন
মাশরাফি কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না: পাপন

ছবি: ফাইল
মাশরাফির জানিয়ে দিয়েছেন, তিনি এখনই অবসর নিতে চান না। তার এই সিদ্ধান্তে কিছুটা চিন্তায় পড়ে গেছে বিসিবি কর্মকর্তারা। বিশেষ করে দুই নির্বাচক। যদিও ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, বিসিবি নির্বাচকরা যদি মনে করেন তাকে জাতীয় দলে নেওয়া যায় তবেই নেবেন। কিন্তু মাশরাফি অবসর না নেওয়ায় তার কেন্দ্রীয় চুক্তিতে থাকা না থাকার ব্যাপারটি চলে এসেছে।
বছরের প্রথম বোর্ড সভায় রোববার মাশরাফির ব্যাপারটি তাই গুরুত্বপূর্ণ ছিল। মাশরাফি অবসর না নিলে তিনি কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি-না। সিদ্ধান্ত নেওয়ার ছিল সেটি। বিসিবির ক'জন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে এর আগে সমকালকে বলেন, বছরের দুই-তিনটা ওয়ানডে খেলে মাশরাফি সারা বছর বেতন নিতে চান।
কিন্তু মাশরাফি 'কটা' টাকার জন্য নয়। বরং খেলটা এখনও উপভোগ করছেন বলেই খেলতে চান। রোববারের বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের যা বললেন তার সারমর্ম এমনটাই। পাপন জানান, মাশরাফি আগেই তাকে অনুরোধ করেছিল তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয়।
বিসিবি সভাপতি বলেন, 'এই বোর্ড সভার আগে মাশরাফি আমাকে ফোন দিয়েছিল। ও কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখার অনুরোধ করেছে। হয়তো ওর অনুরোধের প্রেক্ষিতে চুক্তিতে মাশরাফির নাম থাকবে না।'
মন্তব্য করুন