হিমালয়ের দেশে গত ডিসেম্বরে সাউথ এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ভালো খেলা বাংলাদেশের এমন পরিণতিতে হতাশা নেমে আসে ফুটবলপাড়ায়। তবে বুধবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে দর্শকদের মাঠে আসতে বললেন জামাল ভূঁইয়া।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিস্তিনের। এই ম্যাচসহ পুরো টুর্নামেন্টে দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। 

তিনি বলেন, 'আমি সমর্থন চাচ্ছি। আমি চাই দর্শকরা মাঠে আসুক। তারা যদি স্টেডিয়ামে এসে সমর্থন দেয়, অনেক খুশি হবো আমরা। আশা করি আমরাও তাদের ভালো কিছু দিতে পারব।'

ফেডারেশন কাপ খেলে চলে যান ডেনমার্কে। সেখানে গিয়ে হঠাৎ বিয়ে করেন জামাল। বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতলে মেডেলটা স্ত্রীকে দিতে চান জামাল, 'গোল্ডকাপের ফাইনালে জিতলে আমি আমার মেডেল দিয়ে দেবো। আর ফাইনালের জার্সি দেবো। ওই আমার কাছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি চাইছে।'