ক্রিস গেইলকে নিয়ে ভালোই বিপাকে পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফটে নাম দেখে তাকে দলে ভেড়ায়। কিন্তু গেইল জানান, বিপিএলে ড্রাফটের ব্যাপারে তিনি জানেন না, তাই খেলবেনও না। কিন্তু শেষ পর্বে বিপিএল মাতাতে আসেন উইন্ডিজ তারকা। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনালে যাওয়ার ম্যাচে দেখান গেইলময় ঝড়। তার সেই ঝড়কে পুঁজি করেই ১৬৪ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।

বরাবরই বিপিএলের বড় আকর্ষণ গেইল। আগের সবগুলো আসর মাতিয়েছেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলে গেইল আসবেন না তা যেন হয়না। গেইল আবার শেষ পর্যন্ত আসলেও তার ব্যাটে ঝড় দেখা যাচ্ছিল না। চট্টগ্রামের তথা গেইল ভক্তদের তাই একটা ঝড় পাওয়া হয়ে গিয়েছিল। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে গেইল দেখালেন আড়াইশ' স্ট্রাইক রেটে ২৪ বলে ৬০ রানের ঝড়।

কিন্তু চট্টগ্রাম তার সেই ঝড়কে বড় রানের নিয়ে শেষ করতে পারলো না। ওপেনে ব্যাট করা জিয়াউর রহমান শুরুতে ফিরে যান। এরপর ক্রিজে আসা ইমরুল কায়েসও একই পথ ধরেন। গেইলের সঙ্গে দারুণ শুরু করা মাহমুদুল্লাহও সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলে। বিপাড়ে পড়ে যায় চট্টগ্রাম। বড় রান তোলা শঙ্কায় পড়ে যায় তাদের। কিন্তু শেষ দিকে লংকান অলরাউন্ডার ৩১ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন দলকে।

চট্টগ্রামের হয়ে রান করেন এই তিনজনই। অন্য ব্যাটসম্যানদের কেউ দশ রানের ঘরেও যেতে পারেননি। রাজশাহীর হয়ে আটজন বল করেন। তবে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ ইরফান এবং মোহাম্মদ নওয়াজ। তারা ৪ ওভার করে বল করে যথাক্রমে ১৬ ও ১৩ রান দিয়ে নেন দুটি করে উইকেট। এছাড়া আন্দ্রে রাসেল, আফিফ হোসেন এবং অলক কাপালি একটি করে উইকেট নেন।