দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশের যুবারা। মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠলো টাইগার জুনিয়ররা। যুবাদের এমন সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৫ বল হাতে রেখেই ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আগামী রোববার ফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে।

ইতালির মিলান থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'তোমাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।'

এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভিডিও কলে যুবা-ক্রিকেটদের অভিনন্দন জানিয়েছিলেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৪ ফেব্রুয়ারি ইতালিতে গেছেন। শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।