- খেলা
- চ্যাম্পিয়নদের জন্য ‘চ্যাম্পিয়ন বাস’
চ্যাম্পিয়নদের জন্য ‘চ্যাম্পিয়ন বাস’

ছবি: সংগৃহিত
২২ বছর তপস্যায় পাওয়া গেছে একটা ক্রিকেট বিশ্ব কাপ। আকবররা নিশ্চয় ওই শিরোপাটা বুকে জড়িয়ে নিয়েই বিমান থেকে নামবেন। ওরা ১৫ জন আগেই ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছেন ট্রফির সুডোল গাল। এবার ভক্তদের ভালোবাসায় তাদের সিক্ত হওয়ার পালা। কারণ তারা চ্যাম্পিয়ন। বীরের বেশে দেশে ফিরবেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
আর চ্যাম্পিয়নদের অভ্যার্থনা জানাতে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে চ্যাম্পিয়ন সাজে। শরিফুল-রকিবুলদের বড় বড় ব্যানার নেমে এসেছে স্টেডিয়ামের গা বেয়ে। সেখানে লেখা চ্যাম্পিয়ন। বিমানবন্দর থেকে যুবাদের যে বাসে করে নিয়ে আসা হবে সেটাও সেজেছে চ্যাম্পিয়ন সাজে।
বিসিবির সূত্র অনুযায়ী, বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন দলকে বহন করে কোনো বিমান নামবে বাংলাদেশে। আগে ২০০৪ ও ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বিসিবি কর্মকর্তারা দেখেছেন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলকে ট্রফি নিয়ে দেশ ছাড়তে। এবার যুবারা দেশে ফিরবেন শিরোপা নিয়ে।
তাদের অভ্যার্থনা জানাতে বোর্ড তাই কোন ঘাটতি রাখতে চায় না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনরা বিমানবন্দরে থাকবেন ক্রিকেটবীরদের বরণ করে নিতে। ফুলের তোড়া ও মালার অর্ডার দেওয়া হয়েছে শুভেচ্ছা জানাতে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানাবেন বিমানবন্দরে।
ক্রিকেটারদের মিরপুরে দেওয়া হবে সংবর্ধনা। এরপর তারা চলে যাবেন পরিবারের কাছে। বিসিবি সিইও বলেন, 'খেলোয়াড়রা লম্বা সময় পরিবার থেকে দূরে। তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। বাড়িতে সবার পরিবার এবং এলাকার মানুষ অপেক্ষা করছে। যাদের পরিবার ঢাকায়, তারা রাতেই চলে যাবে। আর ঢাকার বাইরের ছেলেরা যাবে পরের দিন।’
ছুটি শেষ হলে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জমকালো অনুষ্ঠান করে সংবর্ধনা দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়রা। যুবাদের এই সাফল্য মুজিববর্ষের উপহার হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন