- খেলা
- জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি বাংলাদেশের

ছবি: এএফপি
ভালো-খারাপের মধ্য দিয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন কেটেছে বাংলাদেশের। প্রথম সেশন জিম্বাবুয়ে দারুণ ব্যাটিং করেছে। পরের দুই সেশনে বাংলাদেশ সফরকারীদের লাগাম টেনে ধরে। তবে প্রথম দিন শেষে তারা ৬ উইকেট হারিয়ে ২২৮ রান করেছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচ দিয়ে দু’দল দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে। শততম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়ার কীর্তি গড়েছে দু’দল। ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ যখন একপা-দু’পা করে এগোচ্ছে। জিম্বাবুয়ে তখন বাংলাদেশকে পাশে থেকে, ম্যাচ খেলে সহায়তা করেছে। দু’দল এক সঙ্গে খেলেছে অনেক ম্যাচ।
দু’দলের একশ’বার মুখোমুখি হওয়া সেটাই প্রমাণ করে। জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররাও বাংলাদেশে এসে তাই বলেন, এটা আমাদের ঘরের মতো। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৭২টি ওয়ানডে ম্যাচ। টি-২০ ম্যাচ খেলেছে ১১টি। আর চলমান টেস্ট দিয়ে দু’দল ১৭বার ক্রিকেটের এলিট সংস্করণে মুখোমুখি হয়েছে।
জিম্বাবুয়ের পরে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলংকার বিপক্ষে ৪৮ ওয়ানডে, ২০ টেস্ট ও ১১টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ ওয়ানডে, ১৬ টেস্ট এবং ১২ টি-২০ খেলেছে বাংলাদেশ।
এছাড়া ভারতের সঙ্গে তিন সংস্করণ মিলিয়ে ৫৮ ম্যাচ খেলেছে লাল-সবুজের দলটি। পাকিস্তানের বিপক্ষে ৩৭ ওয়ানডেসহ তিন সংস্করণ মিলিয়ে ৬০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে খেলেছে তিন সংস্করণ মিলিয়ে ৫৭ ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ২১টি করে। টেস্ট খেলেছে যথাক্রমে ছয়টি ও দশটি করে। অজিদের বিপক্ষে বাংলাদেশ চারটি টি-২০ খেললেও ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি কোন টি-২০ ম্যাচ।
মন্তব্য করুন