- খেলা
- দিনের শুরুতে তাইজুলের আঘাত
দিনের শুরুতে তাইজুলের আঘাত
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাট করছে জিম্বাবুয়ে।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম উইকেটটি তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
আজকের ষষ্ঠ এবং নিজের তৃতীয় ওভারে এ সাফল্য পান তাইজুল। আগের দিনের অপরাজিত থাকা কেভিন কাসুজাকে মোহাম্মদ মিঠুনের ক্যাচে পরিণত করেন তাইজুল। ৩৪ বলে ১০ রান করে ফিরেন কাসুজা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৬। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিন।
মন্তব্য করুন