- খেলা
- আক্রমণাত্মক খেলতে চায় জিম্বাবুয়ে
আক্রমণাত্মক খেলতে চায় জিম্বাবুয়ে

অনুশীলনে জিম্বাবুয়ে দল - ইউসুফ আলী
দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসা জিম্বাবুয়ে এরই মধ্যে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে। আজ থেকে শুরু পঞ্চাশ ওভারি ক্রিকেটের সিরিজ, যে ফরম্যাটে গত এক দশকে বাংলাদেশের মাটিতে তাদের জয় নেই। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দল নিয়ে কতটা আশাবাদী জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিভাবা? ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার জানালেন, ব্যাপক আশাবাদী তিনি। তার দলের লক্ষ্য, আক্রমণাত্মক ক্রিকেট খেলে সিরিজ জেতা।
সিলেটের মাটিতে নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে নামতে যাওয়া চিভাবা নিজেই ওয়ানডে স্কোয়াডে নিয়মিত নন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে; আর সব ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের জার্সি শেষবার গায়ে চড়িয়েছেন ১৬ মাস আগে। তবে হ্যামিল্টন মাসাকাদজা যুগের পর সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্বের জন্য ১০৩ ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন চিভাবাকেই বেছে নিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট কর্তৃপক্ষ।
ঢাকা টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে সম্ভাবনা নিয়ে গতকাল জিজ্ঞাসার মুখে পড়েন চিভাবা। জবাবে বলেন, 'এটা সত্য যে, এখানে (বাংলাদেশে) নিয়মিত খেলে গেলেও ফল অনুকূলে আসেনি। এটাকে আমরা বদলাতে চাই। বিশেষ করে নিজেদের মানসিকতার। আমরা যদি ভাবতে পারি যে, এই কন্ডিশনে আমাদের জেতার সামর্থ্য আছে, তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। এবার আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।'
দলের সবাই উজ্জীবিত আছে।' টেস্টের ফল প্রতিকূলে গেলেও ফরম্যাট বদলের কারণে কি সিরিজ জয়ের সম্ভাবনাও দেখছে আফ্রিকার দেশটি? 'অবশ্যই, এখানে ফরম্যাট ভিন্ন। আর আমরা এই ফরম্যাটেই বেশি ভালো খেলি। এই সিরিজে আমরা ইতিবাচক খেলতে চাই, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি, পঞ্চাশ ওভারি ফরম্যাট আমাদের জন্য সুযোগ'- বলছিলেন চিভাবা।
বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে যে টানা দশ বছরে কোনো ওয়ানডে জেতেনি, তারও অবসানের উপলক্ষ দেখছেন সফরকারী অধিনায়ক, 'আগেই বলেছি আমরা এবার ধারা বদলাতে চাই। এবারের সফরকে আমরা মোক্ষম সুযোগ হিসেবে দেখছি।'
মন্তব্য করুন