- খেলা
- জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ

ছবি: ইউসূফ আলী
এই সিরিজ নিয়ে তেমন আগ্রন নেই বাংলাদেশ ভক্তদের। এক বছরেরও বেশি সময় পরে সিলেট স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। তারপরও সেভাবে দর্শক টানতে পারেনি ম্যাচটি। বরং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চেয়ে বাতাসে গুঞ্জন ছড়ানো ‘মাশরাফির শেষ’ সিরিজ দেখাতেই যেন আগ্রহ বেশি ভক্তদের।
এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজটা যেন একপ্রকার শেষ দফায় পাকিস্তান যাওয়ার প্রস্তুতি। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মিত খেলে তাদের সহজ প্রতিপক্ষ বানিয়ে ফেললেও প্রথম ওয়ানডেতে পাওয়া ৩২১ রানই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। এছাড়া দলীয় অষ্টম সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের।
বাংলাদেশ এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৭বার তিনশ’ রানের ঘরে ঢুকেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয়বারের মতো তিনশ’ রানের ঘরে ঢোকা। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১৩ এবং ৩২০ রান তোলে বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের দলীয় প্রথম ছয়টি ইনিংসের মধ্যে তিনটিই এসেছে সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে বাংলাদেশ তুলেছিল ৩৩৩ রান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার ম্যাচে টাইগাররা করেছিল ৩৩০ রান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ৩২২ রানটি আছে ষষ্ট অবস্থানে।
বাংলাদেশ এর আগে পাকিস্তান, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’বার করে তিনশ’ রানের ঘরে রান তুলেছে। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষেও ওয়ানডেতে দলীয় তিনশ’ রানের ইনিংস আছে বাংলাদেশের। প্রথম বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০০৮ সালে লাহোরে এশিয়া কাপে তিনশ’ রান তোলে।
মন্তব্য করুন