লিটন দাসকে শুরুতে সমর্থন দিয়ে খেলছিলেন তামিম ইকবাল। সতর্ক ব্যাটিং করছিলেন। এরপর সেট হয়ে শট খেলা শুরু করতেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। ইনিংস বড় করতে না পেরে হতাশ ছিলেন তামিম। তার ওপর এক দর্শক উত্যক্ত করে আরও খেপিয়ে তোলেন বাঁ-হাতি ওপেনারকে।

হামিদুর রহমান নামের ওই দর্শক প্রতিক্রিয়া দেখাতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে যান। গ্র্যান্ড স্ট্যাডের টিকে খেলা দেখছিলেন তিনি। অঙ্গভঙ্গির সঙ্গে কটূক্তি করেন তিনি। বিষয়টি ভালো লাগেনি তামিমের। ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন দেশসেরা ওপেনার। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই হামিদুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিসিবির নিরাপত্তাকর্মীরা।

বোর্ডের নিরাপত্তা প্রধান হোসেন ইমাম জানান, আটক হামিদুরকে তার বাবা মুচলেকা দিয়ে পরে নিয়ে গেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে মন্থর ব্যাটিং করেন তামিম। লিটন দাস যেখানে দারুণসব শট খেলেছেন তামিম সেখানে ৪৩ বলে ২৪ রান করে আউট হন। মাঠ ছাড়ার আগে নষ্ট করেন রিভিওটাও।

এতে টিভি পর্দায় খেলা দেখা কিংবা মাঠে আসা অনেকের খারাপ লাগে। কিন্তু হামিদুর ছাড়িয়ে যান তার মাত্রা। ৩২ বছর বয়সী এই দর্শকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। উল্লেখ্য সিলেটে এর আগেও জাতীয় দলের ক্রিকেটাররা অশোভন আচরণের শিকার হয়েছেন।