ওয়ানডেতে চার হাজার থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার সিলেটে বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করে চার মেরে পৌঁছে যান মাইলফলকে। 

তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মালিক হলেন মাহমুদুল্লাহ।

এ মাইলফলকে পৌঁছাতে ৩৪ বছর বয়সী এ তারকাকে খেলতে হয়েছে ১৮৬টি ওয়ানডে। এর মধ্যে ১৬১ ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২১টি হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরিও। যার মধ্যে সর্বোচ্চ ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের ইনিংসটি। আরও একটি বিষয় হলো, তার তিনটি সেঞ্চুরির সবকয়টিই আইসিসির টুর্নামেন্টে।