শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নে বেশ চটে গিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে প্রসঙ্গ ধরেই রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিলেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মূলত গিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাগোয়া আউটারের কাজের অগ্রগতি দেখতে। এরপর কথা বলেছেন স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বসে। যেখানে অবধারিতভাবেই চলে আসে মাশরাফি বিষয়ক প্রশ্ন।

নাজমুল হাসান পাপন বলেন, শনিবার ওর প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আপনারা একটু ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময় যখন আপনাদের ওর পাশে থাকা উচিত সেই জায়গায় মনে হচ্ছে আপনারা ওকে কষ্ট বেশি দিয়ে দিচ্ছেন। এসব নিয়ে আলাপ করা উচিতই না আমাদের। ও বলে দিয়েছে ও কি চায়।

তিনি বলেন, অধিনায়ক হিসেবে মাশরাফির কোনো রিপ্লেসমেন্ট নেই। মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ নেই। আপনারা খেয়াল করেছেন মাশরাফিকে যে পরিমাণে আমরা চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য সেটা কিন্তু অনেকের বেলায় করিনি। মুশফিককে বাদ ‍দিয়ে যখন মাশরাফিকে অধিনায়ক করি তখন কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি। মাশরাফির ব্যাপারটা ভিন্ন।

বিসিবি সভাপতি আরও বলেন, অধিনায়ক কে হবে বোর্ড চূড়ান্ত করবে। যখন যাকে মনে হয় তাকে নির্বাচন করবে। ও কখন অবসর নিবে সেটা ও ঠিক করবে। লেট হিম ডিসাইড। আমার মনে হয় এখানেই শেষ করা উচিত।