নিউজিল্যান্ড সফরের আগের তিন টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছেন কোহলিরা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেননি বিরাট কোহলি বাহিনী। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত।

এবার মুদ্রার উল্টো পিঠ দেখল রবি শাস্ত্রীর দল। আট বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্টেও ধবলধোলাই হয়েছে ভারত।

অথচ টেস্টটায় জেতারর ভালো সুযোগ এসেছিল ভারতের সামনে। প্রথম ইনিংসে ভারত মাত্র ২৪২ রান করেও লিড নিয়েছিল ৭ রানের। কিউইদের অলআউট করে দিয়েছিল মাত্র ২৩৫ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ধসে যায় ভারত। তুলতে পারে মাত্র ১২৪ রান। ওই রান তুলতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। মাত্র ৩ উইকেট হারিয়ে পৌছে যায় লক্ষ্যে।

ভারত এর আগে ২০১১-১২ মৌসুমে টেস্টে সর্বশেষ ধবলধোলাই হয়েছিল। অস্ট্রেলিয়া সফরে চার টেস্টেই হার দেখেছিল। এমএস ধোনি ছিলেন তখন ভারতের অধিনায়ক। ওই ধবলধোলাইয়ের শোধ ভারত ২০১২-১৩ মৌসুমে অজিদের চার টেস্টে হারিয়েই নিয়েছিল। ওই সফরের আগে ২০১১ সালে ইংল্যান্ড সফরেও চার ম্যাচেই হারে ভারত। 

নিজেদের টেস্ট ইতিহাসে এটি ভারতের ১১তম ধবলধোলাই। আর এ নিয়ে ১০বার প্রতিপক্ষের মাঠে সিরিজের সব টেস্টেই হারল ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০০ সালে একবারই ধবলধোলাই হয় ভারত। টেস্টে সবচেয়ে বেশি ৩২বার ধবলধোলাইয়ের লজ্জা পেয়েছে বাংলাদেশ।