- খেলা
- ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন
ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২০
আপডেট: ০৩ মার্চ ২০২০
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ । আপডেট: ০৩ মার্চ ২০২০
ছবি: ইউসূফ আলী
তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরণ নিয়ে কথা উঠেছে। পাকিস্তান সফরের না যাওয়ার কারণে মুশফিকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দলে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে যেসব পেছনে ফেলে সিলেটে সিরিজ নিশ্চিত করার ম্যাচেও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। তবে পেস আক্রমণে থাকা মুস্তাফিজুর রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন দলের বাইরে। তবে ব্যাটিং অর্ডার অপরিবর্তিত।
জিম্বাবুয়ে দলেও এসেছে দুই পরিবর্তন। অভিজ্ঞ শেন উইলিয়ামসন ফিরেছেন দলে। ক্রেগ আরভিনের ফেরার কথা থাকলেও তিনি সুস্থ হননি। ক্রিস এমপফুর জায়গায় কার্লটন টিসুমা আছেন দলে। এছাড়া জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা ইনজুরির কারণে নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন।
জিম্বাবুয়ে দল: থিনাসি কামুনহুকামি, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতুমবজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলস মেদহেভেরা, চার্ল মুম্বা, কার্লটন টিসুমা।
মন্তব্য করুন