ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দেশ ও জীবন আগে, আইপিএল প্রশ্নে রোহিত

দেশ ও জীবন আগে, আইপিএল প্রশ্নে রোহিত

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৬:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইপিএল পিছিয়ে ১৫ এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আইপিএল বিষয়ক সভা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, এই বছর আইপিএল হওয়াই কঠিন। ভারত বর্তমান লকডাউন। এর মধ্যে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে এবারের আসর আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সব কিছুর আগে দেশ ও জীবন।

সংবাদ সংস্থা পিটিআইকে রোহিত বলেন, ‘সবকিছুর আগে আমাদের দেশের কথা ভাবতে হবে। পরিস্থিতি ভাল হোক, তারপরে আইপিএলের কথা ভাববো। আগে তো জীবন স্বাভাবিক হতে হবে।’ তার আগে ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনের সঙ্গে ভিডিও আলাপে রোহিত বলেন, ‘সবকিছু আগের মতো ঠিক হয়ে গেলে আইপিএল হতেই পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।’

ওদিকে আইপিএল, ইংল্যান্ডের লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ক্রিকেট আয়োজনই বন্ধ থাকলেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, ‘আইপিএল ধরেই এগোচ্ছি। করোনা আতঙ্কে তিন সপ্তাহ বাড়িতে বসে থাকলে তো চলবে না। নিজেকে ফিট রাখতে হবে।’ অনুশীলন নিয়ে তিনি জানান, ‘আমরা খুবই সতর্কভাবে অনুশীলন করছি। এই অতিমারিকে হাল্কাভাবে নিচ্ছি না। আশা করি, দ্রুত পৃথিবী এই ভাইরাস মুক্ত হবে।’

এর আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে আইপিএল নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও আশার কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। কিন্তু যদি পরিস্থিতিতে বদল আসে তবে ছোট করে হলেও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই টি-২০ লিগ আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

×