ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আমি ব্যাট করতে পারি’, আত্মবিশ্বাসী উচ্চারণ মিরাজের

‘আমি ব্যাট করতে পারি’, আত্মবিশ্বাসী উচ্চারণ মিরাজের

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৫৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:৫৩

প্রস্তুতি ম্যাচে তিনে ব্যাট করতে নেমে দুই ম্যাচেই ফিফটি পেয়েছেন মেহেদী মিরাজ। মূল মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে তিনে ব্যাট করতে নেমে দলকে ফিফটি করে জিতিয়েছেন। তার আগে এশিয়া কাপে পেয়েছেন সেঞ্চুরি। ধারাবাহিক রান পাওয়া একজন ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসীই হবেন। 

মেহেদী মিরাজও তার ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। ডানহাতি এই অফস্পিনার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। জানিয়েছেন, তিনি ব্যাট করতে পারেন। 

মিরাজ বলেছেন, ‘দল আমাকে একটা সুযোগ দিয়েছে। এটা আমি নিতে চাই। আটে ব্যাটিংয়ের চেয়ে ওপরে যেকোন জায়গায় ব্যাটিং করা আমার জন্য ভালো সুযোগ। কারণ আমি বিশ্বাস করি, আমি ব্যাট করতে পারি।’ 

টপ অর্ডারের ব্যাটিংয়ের ধরন একরকম, ম্যাচ পরিস্থিতি একরকম, আবার মিডল অর্ডারে অন্য রকম। লোয়ারে পরিস্থিতির চাহিদা থাকে ভিন্ন। মিরাজ জানিয়েছেন, এসব চিন্তা তিনি মাথায় নিতে চান না, ‘অবশ্যই সমস্যা থাকে (ভিন্ন ভিন্ন পজিমনে), কিন্তু এসব আমি মাথায় নিতে চাই না। দলের প্রয়োজনে যেকোন পজিশনে আমাকে পারফর্ম করতে হবে, এটা দলের জন্য ভালো।’ 

মিরাজের মতে, দলের জন্য যে কাউকে মানিয়ে নিতে পারতে হবে। শতভাগ দিতে হবে, ‘মানিয়ে নেওয়াই মূল বিষয়। কিছু অর্জন করতে হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমি এতোদিন আটে ব্যাট করেছি, সেখানে খুব বেশি বল খেলার সুযোগ নেই। তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে, যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করবো।’ 

আরও পড়ুন

×