ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

প্রথম ম্যাচেই যে রেকর্ড ডাকছে রোহিত শর্মাকে

প্রথম ম্যাচেই যে রেকর্ড ডাকছে রোহিত শর্মাকে

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৭:০০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৭:০০

আজ থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। নিজেদের মাঠে বিশ্বকাপের তিনদিন পার হয়ে গেলেও এখনো মাঠে নামতে পারেনি টিম ভারত। আজ নিজেদের প্রথম ম্যাচে শুরুতেই পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচে একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কার মালিক হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। আর মাত্র তিনটে ছক্কা হাঁকালেই ক্যারিবিয় ব্যাটিং দানবকে ছাড়িয়ে যাবেন রোহিত শর্মা। এখন পর্যন্ত ৪৫১ ম্যাচের ৪৭১ ইনিংসে ৫৫১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ২৯২টি ছক্কা হাঁকিয়েছেন। আর আটটা ছক্কা হাঁকাতে পারলেই তিনি ৩০০ ছক্কার মালিক হবেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিতের সামনে এই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট ভালো মুডে রয়েছে। দলের প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটার এই ম্যাচে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।' 

পাশাপাশি শুভমান গিলের ফিটনেস নিয়েও মন্তব্য করেছেন তিনি। রোহিতের কথায়, শুভমান গিল এখনও পর্যন্ত ১০০ শতাংশ ফিট নন। শুভমান গিল যথেষ্ট অসুস্থ। তবে শুভমান গিলের ফিটনেসের উপর আমাদের নজর থাকবে।

২০১১ সালে ভারত শেষবার বিশ্বকাপ টুর্নামেন্ট জিতেছে। আর ২০১৩ সালের পর থেকে তো টিম ইন্ডিয়া কোনও আইসিসি খেতাবও জিততে পারেনি। এই পরিস্থিতিতে রোহিত শর্মার অধিনায়কত্বে আরও একবার ২০১১ ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে। সেই অপেক্ষাতেই দিন গুনছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।

whatsapp follow image

আরও পড়ুন

×