করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বে সব ধরনের খেলাধুলা বন্ধ। বৈশ্বিক এ মহামারিতে বিশ্ব ফুটবলের প্রায় সব লিগই বন্ধ। কভিড-১৯ যেভাবে প্রকোপ আকার ধারণ করেছে, তাতে আগামী কয়েক মাসের মধ্যে আবার ফুটবল চালু করা নিয়ে আছে শঙ্কা। কিন্তু পৃথিবীর মানুষ যখন জীবনযুদ্ধে নেমেছে, তখনই কি-না অনুশীলন করার ঘোষণা দিয়েছে বুন্দেসলিগার ক্লাবগুলো।

অথচ জার্মানিতে এক লাখের ওপরে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় এক হাজার ৬০০ জন। সোমবার থেকে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গত ১৩ মার্চ থেকে বন্ধ বুন্দেসলিগা। লিগ শুরু হওয়ার কথা ছিল ৩ এপ্রিল থেকে। কিন্তু ৩১ মার্চ ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর ৩০ এপ্রিল পর্যন্ত লীগ স্থগিত করেছিল জার্মান ফুটবল লিগ কর্তপক্ষ। একই সঙ্গে বলেছিল ৬ এপ্রিলের আগে যেন অনুশীলন শুরু না করে। তাই খেলা দেরিতে শুরু হলেও এখনই অনুশীলনে নেমে পড়েছেন ম্যানুয়েল নুয়ার-রবার্ট লেভানডভস্কিরা।

ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়ে দিয়েছে, ছোট ছোট গ্রুপে অনুশীলন করতে। আর সমর্থকদের অনুশীলনে আসতে নিষেধ করা হয়েছে। এক বিবৃতিতে বায়ার্ন জানায়, 'সময়মতো অনুশীলন শুরু হয়ে যাবে। তবে অনুশীলন অবশ্যই জনসাধারণের জন্য বন্ধ থাকবে। বায়ার্ন তাদের সমর্থকদের নিয়ম মানা অব্যাহত রাখতে ও দলের অনুশীলন কেন্দ্রে না আসার অনুরোধ করছে।'