- খেলা
- করোনা আক্রান্ত রুস্তো রেকবার শঙ্কামুক্ত
করোনা আক্রান্ত রুস্তো রেকবার শঙ্কামুক্ত

ছবি: গোল
গোলবারের সমান লম্বা, চোখের দু’পাশে স্টিকার, লম্বা চুলের রুস্তো রেকবার ২০০২ বিশ্বকাপে হয়ে উঠেছিলেন বৈশ্বিক তারকা। গোলবারের নিচে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এশিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল অর্ধেক এশিয়া, অর্ধেক ইউরোপের দেশ তুরস্ক। ২০০৩ সালে বার্সেলোনায় নাম লেখানো ওই গোলরক্ষক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি শঙ্কামুক্ত।
কিছুদিন আগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুস্তো। খবরটা তার স্ত্রী ইসিল রেকবার সামাজিক যোগাযোগমাধ্যম নিশ্চিত করেছিলেন। ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, ‘আপনাদের একটা সুসংবাদ দিতে পারলে ভালো লাগত। কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান থেকে জানাচ্ছি, আমার স্বামী হাসপাতালে ভর্তি। কোভিড-১৯ এ আক্রান্ত সে।’
হুট করে করোনার ছোবলে ওলট-পালট হয়ে যাওয়া রুস্তোর পরিবারে আবার ফিরেছে স্বস্তি। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন রুস্তু। তার সুস্থ হওয়ার সংবাদটা জানিয়েছেন ইসিলই, 'আজকের দিনটা অস্বাভাবিক সুন্দর! ঈশ্বরকে ধন্যবাদ। ১১টা কঠিন সময় পার করার পর আমার স্বামী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তবুও আমি পুরোপুরি খুশি হতে পারছি না, হাসপাতালে এখনও অনেক রোগী সুস্থ হওয়ার অপেক্ষা করছে। তাদের জন্য আমার প্রার্থনা করে যাব। যেন তারা সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরতে পারেন।'
রুস্তো ২০০৩ সালে বার্সায় সতীর্থ হিসেবে রোনালদিনহো-জাভি-পুয়োলদের পেয়েছেন। তবে স্প্যানিশ বলতে না পারায় তিন বছর বার্সায় থেকে মাত্র চারটা লিগ ম্যাচ খেলে আবার তুরস্কোর ক্লাব ফেনেরবাচে ফিরে যান। রেকবার জাদুতে ২০০৮ ইউরোতেও সেমিফাইোলে ওঠে তুরস্ক। কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে ক্রোয়েশিয়াকে হারায় তুরস্ক। ৪৬ বছর বয়সী এই গোলরক্ষক জাতীয় দলের হয়ে খেলেছেন ১২০ ম্যাচ।
মন্তব্য করুন